ইংরেজিতে Letter লেখার সহজ উপায়

আজকে আমি এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ Letter লেখার সহজ উপায় আলোচনা করব। এখানে আমি কয়েকটি ফরম্যাটে আপনাদের লেটার লেখার নিয়ম শেখাবো। একটি চিঠি দিয়ে অনেকগুলো চিঠি ইংরেজিতে লেখার নিয়ম আমি ইতিপূর্বেই আমার এই ওয়েবসাইটে পাবলিশ করেছি। কিন্তু কিছু কিছু লেটার রয়েছে যেগুলো একটি চিঠির মাধ্যমে লেখা সম্ভব হয় না।

ইংরেজিতে-Letter-লেখার-সহজ-উপায়
এজন্য আমি আজকে এমন কয়েকটি letter লেখার নিয়ম আলোচনা করব যেখানে পরীক্ষার গুরুত্বপূর্ণ লেটারগুলো অন্তর্ভুক্ত থাকবে। এজন্য আপনারা প্রথমে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন, নাহলে Letter লেখার সহজ উপায় আপনারা বুঝতে পারবেন না।

সূচিপত্রঃ ইংরেজিতে Letter লেখার সহজ উপায়

এই আর্টিকেলের সূচিপত্র দেখে নিন-

ইংরেজিতে Letter লেখার সহজ উপায়

এখানে আপনারা যে সমস্ত লেটারগুলোর লেখার টেকনিক গুলো পাবেন সেগুলো এক নজরে দেখে নিন। পরীক্ষায় যদি এই টাইপের লেটারগুলো আসে তাহলে আপনারা অনায়াসেই একটি ফরমেটের মাধ্যমে লিখতে পারবেন।

লেটার টাইপঃ
  • Describing Functions
  • Importance of works
  • Joining Party
  • Describing Plans
  • Describing Places
  • Congratulation
  • Consoling
চলুন আমরা এখন স্টেপ বাই স্টেপ এই সকল টাইপের চিঠিগুলো ইংরেজিতে লেখার নিয়ম শিখে আসি-

Describing Functions

Describing Functions এই ধরনের কিছু লেটারের উদাহরণ নিচে দেওয়া হল।
  • how you enjoyed in the picnic.
  • about annual sports day in your school.
  • Prize Giving Ceremony in your school.
  • the village fair.
  • the marriage ceremony.
  • The train journey you have made recently.
  • your birthday party.
  • the co-curricular activities of your school.
এই ধরনের লেটারগুলো কিভাবে ইংরেজিতে লিখবেন তা নিম্নরূপ নিচে দেওয়া হল-

Date
(your address)

Dear............ (your friends name)

At first take my heartiest love. I hope you are well. I am also well. Next, I received your letter two days ago. In your letter, you wanted to know about (---). Now I am writing about it. You will be happy to know that last Friday,(---) had been arranged in our school / home. Some of my friends enjoyed the (---). The (---) was very enjoyable to all of us. If you were with us, it would be more enjoyable.

No more today. No more today to give my salam to parents.

Your loving,
(Your name)

প্রত্যেকটি চিঠির এখানে খাম দিতে হবে।

Importance of works

Importance of works এই টাইপের লেটারগুলোর উদাহরণ নিচে দেখে নিন-
  • Morning walk.
  • Physical exercise.
  • Reading news paper.
  • Learning English.
  • Tree plantation.
  • Computer learning.
  • Early rising.
এ ধরনের লেটারগুলো পরীক্ষায় আসলে কিভাবে সহজে লিখা যায় তা নির্ণয়ের নিচে দেওয়া হল-

Date
............(your address)

Dear.........., (your friends name)

I am very shocked to hear that you do not know the importance of taking physical exercise in the morning. I think if you know the importance of (---), you will take physical exercise in the morning. (---) is very essential for everybody. By taking (---), You can improve your mental, physical and educational condition. So you should do physical exercise in the morning.

No more today. Give my salam to your parents.

Your loving friend
........(Name).

Joining Party

Joining Party সংক্রান্ত যে সমস্ত লেটারগুলো পরীক্ষায় আসে তার উদাহরণ নিচে দেখে নিন-
  • In the marriage ceremony of your sister/ brother.
  • In your birthday party.
  • The summer vacation in your village picnic party.
  • A village Fair in your village.
এই সকল টাইপের লেটারগুলো ইংরেজিতে লেখার নিয়ম নিম্নরুপ-

Date
(your address)

Dear.........., (your friends name)

At first take my cordial love. I hope you are well. I am also well.Next news, I received your letter two days ago. In your letter, you wanted to know about (---). Now I am writing about it. You will be happy to know that the coming 10th April, (---) will be arranged in our school /home/village. The (---) will be very enjoyable to all of us. If you join us, it will be more enjoyable.

No more today. Give my my salam to your parent.

Your loving
..............(Your name)

[Draw an envelope and write address here]

Describing Plans

Describing Plans সম্পর্কিত কিছু চিঠির উদাহরণ দেখে নিন-
  • Your aim in life.
  • Your future plan of life.
  • How serious with studies.
  • What will you do/ intend to after JSC/SSC exam. how you have been prepared for coming JSC/SSC exam.
এই ধরনের চিঠিগুলো ইংরেজিতে কিভাবে লিখবেন তা দেখে নিন-

Date
........(your address)

Dear ........., (your friends name)

I hope that you are well. I am also well. In your last letter you wanted to know about my (---). Now I am writing to you about it. My exam is very knocking at the door. It is true that I had some weaknesses in English and Mathematics. Now I have completed all the problems besides another subject, Insha Allah. I hope that I will do better. After my exam I will prepare to study medicine.

No more today. Give my salam to your parents.

Your loving friend
.........(Name).

[Draw an envelope and write address here]

Describing Places

Describing Places সম্পর্কিত যে সমস্ত চিঠি পরীক্ষায় আসে তা দেখে নিন-
  • Your Country.
  • Your Village.
  • Your School.
এই ধরনের সকল চিঠি সমূহ লেখার ফরমেট নিম্নরূপ-

Date
(your address)

Dear, (your friends name)

I hope that you are well. I am also well. In your last letter you wanted to know about my (---).Now I am writing to you about it. The name of my (---) is (---). It is very beautiful in nature. There are many people who live/ study here. All the people/students are very polite and peace loving in nature. They are very helpful to each other. They come forward to each other in the dangerous time of natural and artificial. I love my (---) very much. invite you to visit my (---) as soon as possible. I am waiting for your anival.

No more today. Give my salam to your parents.

Your loving friend
(Name).

Congratulation

Congratulation সংক্রান্ত লেটার সমূহ কেমন হয় তা দেখে নিন-
  • For sending you a nice gift.
  • For hospitality.
এই টাইপের সকল লেটার লেখার নিয়ম নিম্নরূপ-

Date
.......(your address)
Dear......., (your friends name)

Take my love at first. I hope that you are well. I am alese well.It is a matter of joy that you are also well.It has shown much hospitality at your home/sent a nice gift to me on my birthday. I have been very happy about this. My parents have been happy to hear this too. I will never forget it. I will also be happy if you visit my house. I am waiting for your anival.

No more today. Give my salam to your parents.

Your loving friend
.........(Name).

Consoling

Consoling সংক্রান্ত সকল ধরনের লেটার ইংরেজিতে লেখার নিয়ম-

Date
.......(your address)

Dear......., (your friends name)

I am very shocked to hear that your father/mother/sister is no more in the world. I have never thought that he/she will leave us at such a premature age. I do not know how to console you in such a situation. But I request you to take it easy as it is natural. So we will pray for him so that his soul may rest in peace.

No more today. Give my salam to your parents. May Allah bless you.

Your loving friend,
...........(Name).

FAQs

১. চিঠি (Letter) কী?

উত্তর: চিঠি হলো লিখিত যোগাযোগের একটি মাধ্যম, যার মাধ্যমে একজন ব্যক্তি তার মনের ভাব, তথ্য বা বার্তা অন্য কাউকে জানায়।

২. চিঠি কয় ধরনের হয়ে থাকে?

উত্তর: চিঠি প্রধানত দুই ধরনের—ব্যক্তিগত (Informal Letter) এবং অফিসিয়াল বা প্রাতিষ্ঠানিক (Formal Letter)। এছাড়াও রয়েছে আবেদনপত্র, ধন্যবাদ চিঠি, অনুরোধ পত্র ইত্যাদি।

৩. একটি চিঠিতে কী কী অংশ থাকে?

উত্তর: একটি আদর্শ চিঠিতে সাধারণত নিচের অংশগুলো থাকে—
  • প্রেরকের ঠিকানা
  • তারিখ
  • প্রাপকের ঠিকানা (Formal letter এ)
  • অভিবাদন (Salutation)
  • মূল বিষয়বস্তু
  • উপসংহার
  • স্বাক্ষর
৪. চিঠি লেখার সময় কী ধরনের ভাষা ব্যবহার করা উচিত?

উত্তর: ব্যক্তিগত চিঠিতে বন্ধুত্বপূর্ণ ও সহজ ভাষা ব্যবহার করা যায়, তবে অফিসিয়াল চিঠিতে হতে হবে প্রাঞ্জল, শালীন ও গঠনমূলক।

৫. কোন কোন ক্ষেত্রে অফিসিয়াল চিঠি বেশি ব্যবহৃত হয়?

উত্তর: চাকরির আবেদন, ব্যাংক লোনের জন্য অনুরোধ, প্রতিষ্ঠানকে অভিযোগ জানানো, সরকারি দপ্তরে দরখাস্ত ইত্যাদি ক্ষেত্রে অফিসিয়াল চিঠি ব্যবহার করা হয়।

৬. ইমেইলের চিঠি লেখার ফরম্যাট চিঠির মতোই?

উত্তর: হ্যাঁ, ইমেইল চিঠি লেখার কাঠামো অনেকটাই সাধারণ চিঠির মতো। তবে এতে বিষয় (Subject) উল্লেখ করা বাধ্যতামূলক এবং ভাষা আরও সংক্ষিপ্ত ও পেশাদার হতে হয়।

৭. ভালো Letter লেখার জন্য কী কী বিষয় মাথায় রাখতে হবে?

উত্তর: পরিষ্কার ভাষা, নির্ভুল বানান, গঠনমুক্ত লাইন, প্রাসঙ্গিক তথ্য এবং শালীন শব্দচয়ন—এসব বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে।

উপসংহার

ইংরেজিতে গুরুত্বপূর্ণ Letter লেখার সহজ উপায় আমি এখানে খুব সহজভাবে আলোচনা করেছি। কিন্তু তারপরও আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন। আপনাদের আর কোন ধরনের ফ্রি হ্যান্ড রাইটিং লেখার টেকনিক প্রয়োজন তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। কারণ আপনারা যা চান তা আমরা দিতে প্রস্তুত। আপনাদের শিক্ষা বিষয়ক যে কোন সমস্যা সমাধানে সারোয়ার ইনফো সবসময় পাশে থাকবে।

Share This Post ...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url