সমজাতীয় ২৫টি বাগধারা মনে রাখার কৌশল

সমজাতীয় বাগধারা মনে রাখার কৌশল সম্পর্কে আজকে আমি আলোচনা করব। কিছু কিছু বাগধারা রয়েছে, যে বাগধারা গুলোর অর্থ একই হয়ে থাকে। এই সকল টাইপের ২৫টি বাগধারা নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনি যদি এই ২৫টি সমজাতীয় বাগধারা মুখস্ত করেন তাহলে আপনি প্রায় ১০০টি বাগধারার অর্থ জেনে যাবেন।
সমজাতীয়-বাগধারা-মনে-রাখার-কৌশল
বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ২৫টা সমজাতীয় বাগধারা থেকে সবচেয়ে বেশি কমন আসে। তাই এই গুরুত্বপূর্ণ বাগধারা গুলো অর্থসহ জানার জন্য এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

সূচিপত্রঃ সমজাতীয় ২৫টি বাগধারা মনে রাখার কৌশল

এই আর্টিকেলে কি কি থাকছে তা দেখে নিন-

সমজাতীয় ২৫টি বাগধারা মনে রাখার কৌশল

সমজাতীয় বাগধারা গুলো মনে রাখার সবচেয়ে কার্যকরী টেকনিক হচ্ছে- যে সমস্ত বাগধারা গুলোর অর্থ একই হয়, সে সমস্ত সকল বাগধারা গুলো একই জায়গায় নোট করে রাখা। আপনাকে কষ্ট করে নোট করতে হবে না। আমি এই আর্টিকেলে শৃংখলভাবে সমজাতীয় বাগধারা গুলো স্টেপ বাই স্টেপ আপনাদের প্রদান করব।
সমজাতীয়-২৫টি-বাগধারা-মনে-রাখার-কৌশল
বাগধারা কাকে বলে?

বাগধারা হলো এমন কিছু কথা বা বাক্য, যেগুলোকে ঠিক যেমন শোনা যায় তেমনভাবে বুঝলে ভুল হবে। এগুলো আসলে রূপক অর্থে ব্যবহৃত হয়- যা অনেক কথা এক বা দুইটি শব্দে বুঝিয়ে দেয়। যেমন, “আকাশ কুসুম” মানে কোনো অসম্ভব কল্পনা, “তেল মারা” মানে কারো বেশি বেশি প্রশংসা করা।


সমজাতীয় বাগধারা কাকে বলে?

যখন অনেকগুলো বাগধারার একটি মাত্র অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় সমজাতীয় বাগধারা। এই সমজাতীয় বাগধারা গুলো মনে রাখা একটু জটিল। এজন্য যে সমস্ত সমজাতীয় বাগধারা গুলোর একই অর্থ প্রদান করে সেগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে সমজাতীয় বাগধারা গুলো নোট করে রাখুন।

১। অসম্ভব জিনিস

যে সমস্ত বাগধারা গুলোর অর্থ "অসম্ভব জিনিস" প্রকাশ করে সেগুলো নিচে দেওয়া হল-
  • আকাশ কুসুম
  • কাঠালের আমসত্ত্ব
  • কুমিরের সন্নিপাত
  • ঘোড়ার ডিম
  • ব্যাঙের সর্দি
  • সোনার পাথর বাটি

২। অপদার্থ

যে সমস্ত বাগধারা গুলোর অর্থ "অপদার্থ" সেগুলো লিখে দেওয়া হল-
  • অকাল কুষ্মান্ড
  • আমড়া কাঁঠের ঢেকি
  • ঢেঁকির কুমির
  • কচুবনের কালাচাদ
  • কায়েতের ঘরের ঢেকি
  • ঘটিরাম
  • ষাঁড়ের গোবর

৩। নির্বোধ

যে সমস্ত বাগধারা গুলোর অর্থ "নির্বোধ" বোঝায় সেগুলো নিচে দেওয়া হল-
  • অসাকান্ত
  • অসাচন্তি
  • অঘারাম
  • অহারাম
  • ঢেঁকি অবতার
  • বুদ্ধির ঢেকি

৪। শেষ বিদায়/মৃত্যু

যে সমস্ত বাগধারা গুলোর অর্থ "শেষ বিদায় বা মৃত্যু" প্রকাশ করে সেগুলো নিম্নে দেওয়া হল-
  • অগ্যন্ত যাত্রা
  • পটল তোলা
  • অনন্ত শয্যা
  • ভবলীলা সাঙ্গ হওয়া
  • পঞ্চত্ব প্রাপ্তি
  • অক্কা পাওয়া

৫। অকর্মণ্য

যে সমস্ত বাগধারার অর্থ "অকর্মণ্য" সেগুলো নিচে দেওয়া হল-
  • অপোগন্ত
  • কুমড়ো কাটা বটঠাকুর
  • গোবর গনেষ
  • ঠুটো জগন্নাত

৬। হতভাগ্য

"হতভাগ্য" অর্থ যে সমস্ত বাগধারার, সে সমস্ত সমজাতীয় বাগধারা গুলো নিচে দেওয়া হল-
  • অষ্ঠকপাল
  • কাঁজি ভক্ষন নামে গোয়ালা
  • হাত হাভাতে
  • কপাল পোড়া

৭। ভীষন শত্রুতা

যে সমস্ত বাগধারা গুলোর অর্থ "ভীষণ শত্রুতা" বোঝায় সেগুলো নিচে দেওয়া হল-
  • অহি নকুল
  • দা-কুমড়া
  • আদায় কাঁচকলা
  • সাপে নেউলে

৮। দুর্লভ বস্তু

যে সমস্ত বাগধারা গুলোর অর্থ "দুর্লভ বস্তু" বোঝায় সেগুলো নিচে দেওয়া হল-
  • আলেয়ার আলো
  • আকাশের চাঁদ
  • বাঘের চোখ

৯। সুন্দর মিল

যে সমস্ত বাগধারা গুলোর অর্থ "সুন্দর মিল" সেগুলো নিচে দেওয়া হল-
  • আম দুধে মেশা
  • সোনায় সোহাগা
  • মানিক জোড়
  • মনিকাঞ্চন যোগ

১০। মন্দ ভাগ্য

যে সমস্ত বাগধারা গুলোর অর্থ "মন্দ ভাগ্য" বোঝায় সেই বাগধারা গুলো নিম্নে নিচে দেওয়া হল-
  • ইদুর কপালে
  • আটকপালে
  • খ- কপাল

১১। অলস

যে বাগধারা গুলোর অর্থ "অলস" বোঝায় সে বাগধারা গুলো নিচে দেওয়া হল-
  • গোঁপ খেজুরে
  • ঢিমে তেতালা
  • চিনির পুতুল
  • ননীর পুতুল

১২। দুর্বল

যে বাগধারা গুলোর অর্থ "দুর্বল" সে বাগধারা গুলো নিচে দেওয়া হল-
  • আটাশে ছেলে
  • উনপাঁজরে

১৩। তোষামুদে

যে সমস্ত বাগধারা গুলোর অর্থ "তোষামুদে" সে বাগধারা গুলো নিচে দেওয়া হল-
  • খয়ের খাঁ
  • ধামাধরা
  • ঢাকের কাঁঠি

১৪। বেহায়া

"বেহায়া" শব্দের অর্থ যে সমস্ত বাগধারা গুলোতে রয়েছে সে বাগধারা গুলো নিচে দেওয়া হল-
  • কানকাটা
  • চশমখোড়
  • দুই কান কাটা

১৫। অত্যন্ত কৃপণ

"অত্যন্ত কৃপণ" অর্থ যে বাগধারা গুলো প্রকাশ করে সে বাগধারা গুলো নিচে দেওয়া হল-
  • কঞ্জুসের ডান্ডাঘোড়
  • কিপটের জাসু
  • হাতভারী
  • হাতে জল না লাগা

১৬। অলীক কল্পনা

যে সমজাতীয় বাগধারা গুলোর অর্থ "অলীক কল্পনা" সে সমস্ত বাগধারা গুলো নিচে দেখে নিন-
  • দিবা সার
  • শূনো সৌধ নির্মান করা
  • আকাশ কুসুম কল্পনা

১৭। অবজ্ঞা করা

যে বাগধারা গুলোর অর্থ "অবজ্ঞা করা" বোঝায় সেগুলো নিচে দেওয়া হল-
  • নাক উচানো
  • নাক সিঁটকানো

১৮। উভয় সঙ্কট

যে বাগধারা গুলোর অর্থ "উভয় সংকট" সে সমস্ত সমজাতীয় বাগধারা গুলো নিচে দেখে নিন-
  • জলে কুমির ডাঙায় বাস
  • শাখের করাত
  • করাতের দাঁত
  • শ্যাম রাখি না ফুল রাখি
  • সাপের ছুঁচো গেলা

১৯। সুসময়ের বন্ধু

যে সমস্ত বাগধারা গুলোর অর্থ "সুসময়ের বন্ধু" সে বাগধারা গুলো নিচে দেওয়া হল-
  • দুধের মাছি
  • বসন্তের কোকিল
  • শরতের শিশির
  • সুখের পায়রা
  • লক্ষীর বরযাত্রী

২০। ভন্ড

বাগধারা গুলোর অর্থ "ভণ্ড" প্রকাশ করে সে বাগধারা গুলো নিচে দেওয়া হল-
  • বক ধার্মিক
  • ভিজে বিড়াল
  • বর্ণচোরা
  • বিড়াল তপস্বী
  • তুলসী বনের বাঘ

২১। অপব্যায়

যে সমস্ত বাগধারা গুলোর অর্থ "অপব্যয়" বোঝায় সেই বাগধারা গুলো নিচে দেওয়া হল-
  • ভূতের বাপের শ্রাদ্ধ
  • ভষ্মে ঘি ঢালা
  • হরিলুট

২২। ধূর্ত / চতুর

যে বাগধারাগুলো "ধূর্ত বা খুব চালাক" বোঝায়-
  • শিয়ালের পাঁচ
  • দাঁত-মুখে রঙ
  • ভেঁপু বাজিয়ে বাঘ তাড়ানো
  • গৃহস্থের শেয়াল

২৩। সাহসী / নির্ভীক

যে বাগধারাগুলোর অর্থ "সাহস বা নির্ভীকতা" বোঝায়-
  • বাঘে-গরুতে একঘাটে জল খাওয়া
  • আগুনে ঝাঁপ দেওয়া
  • প্রাণ হাতে করে চলা
  • চোখ রাঙালে কাজ হয় না

২৪। অতি উৎসাহী / বাড়াবাড়ি রকমের আগ্রহী

যে বাগধারাগুলোর অর্থ "অতিরিক্ত উৎসাহ বা অযথা জড়ানো" বোঝায়-
  • না হাঁসতে হাঁসির উদয়
  • এক বালতি দুধে চোনা
  • কাঁঠাল পাঁকা গাছে মই
  • ঘোড়ার আগে গাড়ি

২৫। অনভিজ্ঞ / কাঁচা হাতে কাজ করা

যে বাগধারাগুলোর অর্থ "অভিজ্ঞতার অভাব" বোঝায়-
  • বাঁ হাতে তালি
  • বাঘের গলায় ঘণ্টা বাঁধা
  • কাঁচা চুলায় হাঁড়ি
  • অন্ধের হরিণ খোঁজা

FAQs

১. বাগধারার ব্যবহার কোথায় হয়?

উত্তর: বাগধারা গল্প, কবিতা, উপন্যাস, নাটক, বক্তৃতা, পরীক্ষার রচনা ও দৈনন্দিন কথাবার্তায় ব্যবহার হয়। বাগধারা ভাষাকে রঙিন ও প্রভাবশালী করে তুলতে সাহায্য করে।

২. বাগধারা মনে রাখার সহজ উপায় কী?

উত্তর: বাগধারা মনে রাখার কৌশল হলো অর্থভিত্তিক শ্রেণিবিন্যাস। অর্থাৎ সমজাতীয় অর্থের বাগধারাগুলো একসাথে পড়লে মনে রাখা সহজ হয়।

৩. বাগধারা ও প্রবাদ এক জিনিস কি?

উত্তর: বাগধারা ও প্রবাদ এক জিনিস নয়। বাগধারা হলো রূপকভাবে ব্যবহার হওয়া বাক্যাংশ, আর প্রবাদ হলো অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া শিক্ষামূলক বা নীতিমূলক বাক্য। যেমন- বাগধারা: “ঘোড়ার আগে গাড়ি” এবং প্রবাদ: “অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়”।

৪. বাগধারা কোথা থেকে সৃষ্টি হয়?

উত্তর: বাগধারা মূলত লোকমুখে প্রচলিত রূপক বাক্য। সমাজের অভিজ্ঞতা, কল্পনা, ব্যঙ্গ বা উপমার মাধ্যমে বাগধারা তৈরি হয় এবং কালের সাথে তা প্রতিষ্ঠিত হয়ে পড়ে।

৫. বাগধারা ব্যবহারে কোনো ভুল হয় কি?

উত্তর: হ্যাঁ, অনেক সময় বাগধারার আক্ষরিক অর্থ ধরে নিলে বাগধারা ব্যবহারে ভুল হয়ে যায়। তাই বাগধারার রূপক অর্থ ও সঠিক প্রয়োগ শেখা জরুরি।

উপসংহার

বাংলা ভাষায় প্রচলিত বাগধারাগুলো যেমন চমৎকারভাবে ভাব প্রকাশ করে, তেমনি এগুলোর সঠিক অর্থ ও প্রয়োগ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এত সব বাগধারা মুখস্থ রাখা সবসময় সহজ হয় না। তাই সমজাতীয় বাগধারা মনে রাখার কৌশল হিসেবে এগুলোকে অর্থভিত্তিক শ্রেণিতে ভাগ করা হলে মনে রাখাটা অনেক সহজ হয়ে যায়।

Share This Post ...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url