২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের স্ট্রাইকার হতে যাচ্ছেন জোয়াও পেড্রো?

ব্রাজিল প্রায় অনেক বছর ধরেই একটি পারফেক্ট নাম্বার নাইনের সমস্যায় ভুগছে। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি আসার আগে অন্যান্য কোচরা বিভিন্ন স্ট্রাইকারদের সুযোগ দিয়েছেন কিন্তু কেউ ভালো পারফর্ম করতে পারেন নি। কার্লো আনচেলত্তি আসার পরে স্ট্রাইকার হিসেবে রিচারলিসন এবং ম্যাথস কুনহা কে ডাকা হয়েছিল।
২০২৬-বিশ্বকাপে-ব্রাজিলের-স্ট্রাইকার-হতে-যাচ্ছেন-জোয়াও-পেড্রো
দুইটি প্রীতি ম্যাচের জন্য এই দুজন স্ট্রাইকারদের মধ্যে ম্যাথস কুনহা ফলস নাম্বার হিসেবে খুবই ভালো খেলেছে। কিন্তু রিচারলিসন ব্রাজিলের পূর্বের দুই প্রীতি ম্যাচে ভালো খেলতে পারেন নি। তাই কার্লো আনচেলত্তি দরকার ছিল একজন পিওর স্ট্রাইকার।

জোয়াও পেড্রো যিনি ব্রাইটনে খেলতেন তাকে চেলসি কিছুদিন আগেই ৬৩ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে। জোয়াও পেড্রো কোন সময় ব্যয় না করেই ক্লাব বিশ্বকাপ খেলার জন্য কিছুদিন আগে দলের সঙ্গে যোগদান করেছে।

জোয়াও পেড্রো চেলসিতে জয়েন করার পর চেলসির কোচ এনজো মারেসকা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে তাকে খেলতে নামিয়ে দেন। চেলসির হয়ে অভিষেক ম্যাচেই জোয়াও পেড্রো দুইটি অসাধারণ গোল করেন ফ্লুমিনেনস এর বিপক্ষে। এরপর ফাইনাল ম্যাচে প্যারিস সেন্ড জার্মেইন এর বিপক্ষে তিন নম্বর গোলটি করেন জোয়াও পেড্রো।

ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ধারণা করা হচ্ছে ব্রাজিলের পরবর্তী কল আপে জোয়াও পেড্রোকে রাখা হবে। ব্রাজিলের আরেক স্ট্রাইকার মেথুস কুনহা ফলস নাইন হিসেবে খুবই ভালো খেলতে পারেন এজন্য তিনি ব্রাজিল সকোয়াডে প্রায়ই মোটামুটি জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন।

এখন মূল স্ট্রাইকার হিসেবে জোয়াও পেড্রো যদি পরবর্তী দুইটি প্রীতি ম্যাচে ভালো করতে পারে তাহলে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের নাম্বার ৯ হতে যাচ্ছে জোয়াও পেড্রো।

৬ ফুট ২ ইঞ্চির এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার অনেকটা করিম বেনজেমা প্রোফাইলে টাইপের। জোয়াও পেড্রো বক্সে স্পেচ ক্রিয়েট করতে পারে, হেডে পেড্রো অনেক ভালো, চান্স ক্রিয়েট করতে পারে, তার পাসিং রেঞ্জ ও অনেক ভালো।

মোটকথা একজন স্ট্রাইকার এর ভেতরে যে সমস্ত গুনাবলি থাকা প্রয়োজন তার সবকিছুই রয়েছে জোয়াও পেড্রোর ভেতরে।

এই পোস্টটি শেয়ার করুন ...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url