চেলসি বনাম পিএসজি: অপ্রতিরোধ্য পিএসজিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতল চেলসি

বাংলাদেশ সময় জুলাই ১৪ তারিখ রাত ১টায় শুরু হয়েছিল ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। পিএসজি কিছুদিন আগেই ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ প্রথমবারের মতো জিতেছে। অন্যদিকে চেলসি এই সিজনে জিতেছে ইউয়েফা কনফারেন্স কাপ। চেলসি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যেভাবে শুরু করেছিল ঠিক তেমনভাবেই ক্লাব বিশ্বকাপে শুরু করেছিল।
পিএসজিকে-হারিয়ে-ক্লাব-বিশ্বকাপ-জিতল-চেলসি
পিএনজি নকআউট পর্বে বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ এর মত দলকে হারিয়ে ফাইনালে উঠেছিল। তবে চেলসি অপেক্ষাকৃত একটু কম দুর্বল দলের সঙ্গে খেলে ফাইনালে উঠেছিল। অনেকেই মনে করেছিল পিএসজির কাছে চেলসি পাত্তাই পাবে না।

অথচ ঘটনা ঘটলো উল্টো কারণ পুরো ৯০ মিনিট ধরে চেলসি পিএসজিকে ডমিনেট করে হারিয়েছে। এই ম্যাচে পিএসজি হেরে গেছে দুইজন প্লেয়ারের কাছে। এই দুইজন প্লেয়ারের নাম হচ্ছে Cole Palmer এবং Robert Sanchez। Cole Palmer দুর্দান্ত দুটি গোল করেছেন ২২ মিনিট এবং ৩০ মিনিটে।

তিন নাম্বার গোলটি করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার যাও পেড্রো। এই গোলটিতেও অ্যাসিস্ট করেছেন কল পালমার। অন্যদিকে চেলসির গোলকিপার Robert Sanchez অনেকগুলো গোল সেভ দিয়েছেন।

প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে Robert Sanchez এই সেভ গুলো না দিলে পিএসজি ম্যাচে ফিরে আসতো। চেলসির গোলকিপারের কারণেই পিএইচজি ম্যাচে ফিরে আসতে পারেনি। তাই ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম আসরে শিরোপা জিতল ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট দল চেলসি।

এই পোস্টটি শেয়ার করুন ...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url